নেত্রকোনা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওমরা পালন শেষে কারামুক্ত হয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলায় ফিরে প্রথমবারের মতো সমাবেশে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। তার আগমন উপলক্ষে নেত্রকোনায় লাখো মানুষের ঢল নামে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাসহ সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন