দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুলাকীপুর বাজার এলাকা থেকে জিয়াউর ইসলাম (৩৮) ও জাইদুল ইসলাম (৪০) নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডের চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর, ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন